SUMO Animal Scale, Livestock Scale এত প্রয়োজনীয় কেন?

গুনগত এবং পরিবেশের সঙ্গে মানানসই বাজারের অন্যান্য স্কেলের চেয়ে SUMO Animal Scale / Livestock Scale বাজারের সেরা। সঠিক ওজনের নিশ্চয়তা এবং গবাদি পশু পালন করতে গিয়ে খামারিদের অন্যান্য স্কেলে যে অসুবিধা হয় SUMO Animal Scale এ সেই অসুবিধা হয় না। দ্রুত সময়ে খামারিদের সার্ভিস সেবা প্রদান করা হয়। মাঝে মাঝে যেখানে Online সুবিধা আছে সেখানে Online এ সার্ভিস সেবা প্রদান করা হয়। কাস্টমারের সকল চাহিদা মেটাতে সক্ষম “SUMO Animal Scale” । কারণ কাস্টমারের চাহিদা অনুযায়ী Customized স্কেল প্রস্তুত করা হয়। Fattening Farm, Breeding Farm, Dairy Farm ও গবেষণাগার এ ব্যাপকভাবে SUMO Animal Scale ব্যবহৃত হয়। ওজন যাচাইয়ের মাধ্যমে গরুর সঠিক ওজন বৃদ্ধি জানা যায়। ওজন বৃদ্ধি কমে গেলে খামারিরা তাদের গবাদি পশুকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ানো এবং অন্যান্য খাদ্যাভাস পরিবর্তন করে। তখন গবাদি পশুর আবার স্বাভাবিক বৃদ্ধি ঘটে। প্রতি ৭ দিন পর পর একটি গবাদি পশুকে ওজন করতে হয়। আমরা SUMO Animal Scale তৈরি করতে যেসব যন্ত্রাংশ ব্যবহার করি সেসব যন্ত্রাংশ সঠিকভাবে যাচাই বাছাই করে SUMO Animal Scale এ ব্যবহার করি এবং কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে
আন্তর্জাতিক মানদন্ড বজায় রেখে SUMO Animal Scale উৎপাদন করি এবং কাস্টমারের নিকট পৌঁছে দিয়ে স্কেল যেখানে ব্যবহার হবে সেখানে স্থাপন করে খামারিকে স্কেলটির ব্যবহারবিধি বুঝিয়ে দেই এবং বাংলায় ব্যবহারবিধি লিখে দেই। আর এজন্যই খামারিদের নিকট SUMO Animal Scale / Livestock Scale এর গ্রহণযোগ্যতা অন্ধের মত। গবাদি পশু যেমন গরু, মহিষ,ছাগল,ভেড়া,দুম্বা,গাড়ল,উঠপাখি ইত্যাদি ওজন করার জন্য বিভিন্ন আকারের ও বিভিন্ন ধারণক্ষমতার ওজন যন্ত্র তৈরি ও বাজারজাত করা হয়। Sumo Animal Scale এর পাশাপাশি গবাদি পশুর খাদ্য পরিমাপের জন্য ১০০কেজি Platform Scale এবং মাঝে মাঝে পশুর রোগ নিরাময়ের ওষুধ পরিমাপের জন্য ৬০০গ্রাম Laboratory Scale ব্যাবহার করা গেলে ফার্মগুলো সবদিক থেকেই লাভবান এবং নিশ্চিন্তভাবে তাদের পশু পালন ও ব্যবসা পরিচালনা করতে পারবেন। কথাগুলো শুধুমাত্র ব্যবসা/ স্কেল বিক্রির জন্য নয়, বলা কথাগুলো সবই নিয়মের কথা। সর্বশেষে, We are Proud to say “Made in Bangladesh”.

Sumo Animal Scale এর বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://shop.shovabd.com/product-category/animal-scale/

Tagged , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *